
উখিয়া প্রতিনিধি, কামরুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ার শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক ব্যক্তি হলেন টেকনাফ থানাধীন মাঠপাড়া লেংগুর বিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৩৪)।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে নারকোটিক্স ডগ ‘হেনরি’ তল্লাশিতে অংশ নেয়।
তল্লাশীকালে প্রাইভেটকারের দ্বিতীয় আসন ও চালকের বাম পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে লুকানো তিনটি কালো টিউবের মধ্যে লাল, কালো ও হলুদ স্কচটেপে মোড়ানো ১২টি পোটলা থেকে মোট ২৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মোস্তাক আহমেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের নিয়মিত অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।