
কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
উনচিপ্রাং শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৫/২৬ ইং-এর আজকের ফাইনাল খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ্, অর্থ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।