মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে এ বছর মোট এগারটি শিক্ষাবোর্ড
এর অধিনে অংশ নেওয়া ১৯ লাখ ২৮ হাজার ১৮১জন পরীক্ষার্থীর মধ্যে গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ যা গত বছরে তুলনায় কম
কিন্তু কিছু ছেলেমেয়ে এখানে করে থাকে ভুল এটাকে এত টাই সিরিয়াস ভাবে নেয় যাকে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান করায় কিন্তু এটা একটা পরীক্ষা মাত্র একজন মানুষের বেড়ে উঠা শিক্ষাজীবনের শুরু থেকে দশটা বছরের পরিশ্রম সাধনায় কতটুকু জ্ঞান লাভ করতে পেরেছে তারই একটা মাপকাঠি
তবে কি এটা জীবণ রাখা না রাখা উত্তর হতে পারে ?
তা হয় তো কখনোই না।
জীবণ শুধু মাত্র একটি পরীক্ষার উপর কখনোই নির্ভর করেনা।
যারা এ পরীক্ষায় ভালো ফল করেছো তাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা
আর যারা আশানুরূপ ফল করতে পারোনি তাদের নিরাশ হওয়ার কিছু নাই সামনের দিনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে সেভাবেই এখন থেকে প্রস্তুতি নাও ।
বিশেষ করে যারা খারাপ করছো
জীবন কেবলমাত্র শুরু এখনো বহুটা পথ পড়ে রয়েছে
কে কি বললো এটা কোন বিষয় না , জীবনে বেচে থাকলে এর থেকে ভালো কিছু করা সম্ভব প্রতিবেশীরা শুধু সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারেনা তাদের কথা ভেবে জীবণটাক সমাপ্ত করার কোন কারণ ই হয় না
সামনে এগিয়ে যেতে হবে নতুন করে নতুন সাজে
ভালো কিছু তোমার অপেক্ষায় রয়েছে।
একটা পরীক্ষার ফল কখনো জীবন নির্ধারিত করতে পারেনা শুধু মাত্র তোমাকে সিগন্যাল দিতে পারে যে তুমি সঠিক পথে আছো নাকি ভুল পথে আছো সিগন্যাল হিসেবে গ্রহণ করে ভুল পথ থেকে নিজেকে সঠিক পথে ধাবিত করো এটাই হবে তোমার জন্য সব থেকে বড় সফলতা
জীবন থাকবে নাকি থাকবেনা তার ফল এটা কখনোই না
এখনি নিজেকে শেষ করে দেওয়ার মতো চিন্তা করা মানেই বোকামি,
আত্মহত্যা শুধু মাত্র ফালতু লোকদের কথা ভেবে বোকামি ছাড়া আর কিছু নয়
যেসব অভিভাবকের সন্তানরা খারাপ ফলাফলে করেছে তাদের নানাজনের কাছে মাথা নিচু হতে পারে কিন্তু আপনারা
আপনাদের সন্তানদের সাথে এমন ব্যাবহার করুন যেন কিছু ই হয়নি তাদের সাথে ভালো ব্যবহার করুন পাশে দাড়ান বোঝান শান্তনা দেন
এই সময়ে খারাপ করা ছেলেমেয়েরা মানসিক ভাবে খুবই ডিপ্রেশনে আছে ফ্রেন্ড সার্কেল পরিবার আত্নীয়রা সবাই কি বলবে
তারমধ্যে যদি পরিবারের লোকজন তাদের বকাবকি করে তাহলে তাদের আর ঠাই পাওয়ার মতো জায়গা থাকলোনা তখন ভুল করে জীবন নাশের মতো সিদ্ধান্ত নিয়ে নেয় যেমন টা প্রতিবছর ঘটে
তাই আপনার সন্তান ভালো থাকলে সুস্থ থাকলে একদিন আপনি ও গর্ব করে বলতে পারবেন সবাইকে এই সময়ে মাথা ঠান্ডা রেখে সন্তানদের সাপোর্ট দেন আপনার একটা ভুলের একটা কথা হতে পারে সারাজীবনের দুঃখ কান্না আর সন্তান হারা বেদনা। তাই খারাপ ফল করা সন্তানের উপর খেয়ার রাখুন সময় দিন সকালের জন্য শুভেচ্ছা,দোয়া ও শুভকামনা।