
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলার সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ আল-মামুন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মোঃ জোবায়ের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি, ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ আসিফ আব্দুল্লাহ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক মোঃ আজিজুর রহমান সরকার (স্বপন), সাবেক অধ্যক্ষ ভূরুঙ্গামারী সরকারি কলেজে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, আমীর, জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা
মোঃ তাইফুর রহমান (মানিক), সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ মিজানুর রহমান, কর্ম পরিষদের সদস্য, জামায়াত ইসলামী উপজেলা শাখা, মোঃ আল-আমিন, সাবেক উপজেলা সভাপতি, ইসলামী ছাত্রশিবির
উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হলেও সংগঠনটি তার লক্ষ্য ও আদর্শে অবিচল থেকে এগিয়ে চলেছে। ডাকসু ও জাকসুর নির্বাচনে বিজয় তারই প্রমাণ।”
তারা আরও বলেন, “শিবিরের প্রতিটি কর্মীকে নিজ নিজ যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। একজন আদর্শ ছাত্র ও সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বিগত স্বৈরাচার সরকারের পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই সুতরাং সব কর্মীকে সদা সচেতন ও সজাগ থাকতে হবে।
দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।