
দেশের ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ঘোষিত এই নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বুটেনের মূল্য বৃদ্ধি এবং ভ্যাট-সহ অন্যান্য খরচ সমন্বয়ের পর চলতি মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি’র মতে, বিশ্ববাজারে সৌদি সিপির (Saudi CP) ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে। ফলে বাড়িঘরে রান্না ও পরিবহন খাত—উভয় ক্ষেত্রেই নতুন দামে গ্যাস কিনতে হবে গ্রাহকদের।
দাম বৃদ্ধির ঘোষণার পর নগর ও গ্রামীণ এলাকায় সিলিন্ডার বাজারে নতুন রেটের প্রভাব পড়তে শুরু করেছে। ভোক্তারা জানান, মাসিক ব্যয়ের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন—নতুন দাম অনুযায়ী সিলিন্ডার ও অটোগ্যাস বিক্রি করার জন্য প্রস্তুত তারা।
আজ সন্ধ্যা থেকেই সারাদেশে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বিইআরসি।