
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান। এছাড়াও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির জীবনের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং বলেন, তার শাহাদাত ইসলামী আন্দোলনের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তারা শহীদের আদর্শ অনুসরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।