
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (২০ডিসেম্বর) জেলা জামায়াত অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনামের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম।
বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম।
জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনান বলেন, শহীদ হাদি একটি আন্দোলনের নাম, সংগ্রামের নাম, তরুণদের প্রেরণার নাম। হাদি অন্যায়ের সাথে কোন আপোস করেনি। হাদি শিক্ষা দিয়ে গিয়েছে কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। এই শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে। সে যে স্বাধীনতা এনে দিয়েছে তা আমাদের রক্ষা করতে হবে।
আলেচনা শেষে শহীদ হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।